Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলন্তবাসে চবি ছাত্রীকে লাঞ্ছনা চালক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১:১৯ পিএম | আপডেট : ২:১৭ পিএম, ১৩ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামে চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। বাসটিও জব্দ করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীর অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতার বিপ্লব দেবনাথ নগরীর তিন নম্বর রুটের বাস চালক। ঘটনায় জড়িত বাসচালকের সহকারীকেও গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে, গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী তিন নম্বর রুটের বাসে লাঞ্ছনার শিকার হন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক ছাত্রী। বিকেল তিনটার দিকে ক্লাস শেষ করে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক থেকে তিন নম্বর বাসে উঠে শহরের দিকে দিকে রওনা দেন তিনি। বাসটি নগরীর নিউমার্কেট আসার পর সেটি খালি হয়ে যায়। নিউমার্কেট এলাকায় এসে বাসটি গন্তব্যের দিকে না গিয়ে রুট পরিবর্তন করেন।

তখন ওই ছাত্রী চালকের কাছে গিয়ে দিক পরিবর্তন করার কারণ জিজ্ঞেস করলে চালকের সহকারী তার দিকে তেড়ে যায়। একপর্যায়ে চালকের সহকারী গলায় ওড়না পেঁচিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করে। তিনি আত্মরক্ষার্থে হাতে থাকা মোবাইল দিয়ে সহকারীর মাথায় আঘাত করেন। এরপর চলন্ত বাস থেকেই লাফ দেন। পরে এক রিকশাওয়ালার সাহায্যে বাসায় ফেরেন। পরে ওই ছাত্রীর ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় শুক্রবার বিকেলে মামলা দায়ের করেন ওই ছাত্রী।



 

Show all comments
  • ১৩ এপ্রিল, ২০১৯, ১:৪৯ পিএম says : 0
    Nusrat jahan raf kay puria hotta kari seraj dollakay kano handcuff porano hoynai ta amader janara odhikar aca
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ