নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী ৩০ মে শুরু হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। বাংলাদেশের বিশ্বকাপ দল মানেই যেন চমক! কারণ টাইগারদের আগের পাঁচটি বিশ্বকাপ দলেই ছিল চমক। এবারও কি তেমন হবে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় তেমনই ইঙ্গিত।
আগামী ১৮ এপ্রিল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার কথা। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘দলে নতুন কেউ আসবে কিনা সেটা এই মুহূর্তে বলা মুশকিল। এ নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। দুই/এক দিনের মধ্যেই আমরা পুরো দল তৈরি করে ফেলবো। দলে চমক থাকতে পারে। কয়েকদিনের মধ্যেই আপনারা বিশ্বকাপ দল সম্পর্কে জানতে পারবেন।’
বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট (তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ) খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ দলেরই আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা। তবে নান্নু এ বিষয়ে কিছু বলতে নারাজ, ‘এখন এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। দলে কে থাকবে, কে থাকবে না তা নিয়ে এখন কোনও মন্তব্য করা যাবে না। ইংলিশ কন্ডিশনে খেলতে হবে বলে পেসারের সংখ্যা একটু বেশি থাকার কথা। আমরা সুপার লিগের দুটি ম্যাচ দেখে নির্বাচন প্রক্রিয়া শেষ করবো। তারপর ১৮ তারিখের দিকে দল ঘোষণা করবো।’
বিপিএল চলার সময় ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ অনেকদিন পর মাঠে ফিরেছেন। যদিও প্রত্যাবর্তনটা ভালো হয়নি। গতকাল ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নামা তাসকিন ৫ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। তবে এমন পারফরম্যান্সের পরও এই পেসারকে নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক, ‘তাসকিন অনেকদিন পর মাঠে নেমেছে। ছন্দ ফিরে পেতে সময় লাগবে। ওর প্রতিভা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। আশা করি, অল্প সময়ের মধ্যেই সে ছন্দে ফিরবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।