Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ স্বপ্ন নিয়ে ফিরলেন তাসকিন

চার ম্যাচের ‘পরীক্ষাগার’ রূপগঞ্জ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

গোড়ালির চোট সারার পর মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন তাসকিন আহমেদ। নির্বাচকদের ম্যাচ ফিটনেস দেখিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া এই পেসারের অপেক্ষার এবার অবসান হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ তাকে দলে নিয়েছে। আজই মাঠে নামছেন তিনি।

এবার প্রিমিয়ার লিগে রূপগঞ্জ আছে দারুণ ছন্দে। টেবিলের শীর্ষে থেকে সুপার লিগ খেলা নিশ্চিত তাদের। সুপার লিগের আগে শেষ ম্যাচে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা রূপগঞ্জ খেলবে উত্তরা স্পোটিং ক্লাবের বিপক্ষে। এই ম্যাচের আগে তাসকিনকে দলে নেওয়া নিশ্চিত করেছে তারা। প্লেয়ার্স ড্রাফটে তাসকিনের নাম থাকলেও চোটে থাকায় আগে তাকে দলে নেয়নি কেউ। বিশ্বকাপ দলের জন্য আলোচনায় থাকা তাসকিন চাইছিলেন মাঠে নামতে। দলকে আরও শক্তিশালি করতে রূপগঞ্জের দরকার ছিল পেস আক্রমণে তাসকিনের মতো কাউকে। খাপে খাপে মিলে যাওয়া খুশি দুপক্ষই।

গত ১ ফেব্রæয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালির চোটে পড়েন তাসকিন। এই চোটে ডাক পেয়ে যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। অবশেষে দুই মাসের বেশি মাঠের বাইরে থাকার অপেক্ষা শেষ হচ্ছে তার। গতকাল ম্যাচের আগের দিন দলের অনুশীলনে যোগ দিয়ে তাসকিনই জানালেন আজই ফিরছেন তিনি, ‘এটাই আমার স্বপ্ন, এটার জন্যই এত কষ্ট করছি। শুকরিয়া আল্লাহর কাছে, খেলার অনুমতি পেয়েছি। আল্লাহ চাইলে আগামীকাল (আজ) থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি।’

মাঠে নামার আগে চিকিৎসকদের কাছ থেকে সব রকমের ছাড়পত্র পেয়েছেন, নিজের মধ্যেও আর কোন অস্বস্তি নেই তার, ‘কাল (আজ) ম্যাচ হবে। এর আগে আমি ফুল রান আপে তিনটা সেশন শেষ করেছি। কোন সমস্যা হয়নি। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। প্রায় আড়াই মাস পর খেলতে নামব, একটু অস্বস্তি থাকতে পারে। তবে ভালো অবস্থায় আছি।’

বিশ্বকাপ দলে থাকার জন্য তাড়াহুড়ো করছেন কিনা, এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। তবে তাসকিন ঝুঁকির কিছু দেখছেন না, ‘আমার মনে হয়েছে, ম্যাচ খেলার মতো অবস্থায় চলে এসেছি। আর অনুশীলনে তো সবটুকু দিয়েই বোলিং করছি। ভেবে দেখলাম, এই বোলিংটাই ম্যাচে করি। এই তো।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বললেন, তিনিও মনে করছেন না, খুব তাড়াহুড়ো হচ্ছে তাসকিনের, ‘দেখুন, এমনিতেই আমাদের টার্গেট ছিল ১৩-১৪ এপ্রিলের দিকে ওকে ম্যাচ খেলানো। তার ৩-৪ দিন আগে নামছে। ২ মাসের একটি রিহ্যাব প্রোগামে এটুকু আগে নামা খুব তাড়া নয়। আর এসব ক্ষেত্রে আমরা ক্রিকেটার কী মনে করছে, সেটিকে গুরুত্ব দেই। সে নিজে যথেষ্ট ভালো অনুভব করছে। সব মিলিয়েই আমরা খেলার অনুমতি দিয়েছি।’

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে আসছে ১৮ এপ্রিল। তার আগে ঢাকা লিগে তিনটি ম্যাচ পেতে পারেন তাসকিন। সম্ভাবনা-শঙ্কার দোলাচল যথেষ্টই নাড়িয়ে দিচ্ছে তাকে, ‘চাপ তো আছেই। সবসময় অনুভব করি। ভালো না করলে সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এবার একটু বেশি চাপ, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। এটা বড় আসর। ফিট না হলে সুযোগ মিলবে না।’
ঢাকা লিগের গত ম্যাচে আবাহনীর হয়ে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজের জন্যও আছে সুখবর। দেবাশিস চৌধুরী জানালেন, মিরাজের আঙুলের এক্স-রেতে তেমন কিছু ধরা পড়েনি। ব্যথা যদিও একটু আছে আঙুলে, সময়ে যা ঠিক হয়ে যাবে। তবে এই অফ স্পিনিং অলরাউন্ডারকে পেয়ে বসেছে জ্বরে। আজকের আবাহনীর ম্যাচে তাই অনিশ্চিত তিনি।


ডিপিএলে কোন দল কোথায়?
স্পোর্টস রিপোর্টার : প্রিমিয়ার লিগের লিগ পর্বের খেলা আর একটাই ম্যাচ বাকি। এরপর সুপার লিগ। কী চেহারা দাঁড়াল পয়েন্ট টেবিলের? পরের রাউন্ডে যাচ্ছে কোন ছয়টি দল?

গত মৌসুমে সুপার লিগে উঠতে পারেনি মোহামেডান। ঢাকাই ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়নরা এবার কি পারবে শেষ ছয়ে জায়গা করে নিতে? প্রশ্নটার উত্তর মিলবে ১১ এপ্রিল প্রথম পর্বের শেষ দিনে মোহামেডান-বিকেএসপি ম্যাচের পর। গতপরশু বৃষ্টিবিঘিœত ম্যাচে প্রাইম ব্যাংককে বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগে খেলার স্বপ্ন বাঁচিয়েছে মোহামেডান, পেয়েছে পঞ্চম জয়। ব্রাদার্স আছে অবনমনের শঙ্কায়। একই দিন ফতুল্লায় বৃষ্টিবিঘিœত ম্যাচে খেলাঘরের কাছে হেরে রেলিগেশন লিগ খেলাটা প্রায় নিশ্চিত হয়ে গেছে ব্রাদার্সের।

তবে আরেকটি বল আগে বৃষ্টি এলেই পয়েন্ট ভাগাভাগি করতে হতো দু’দলকে। ব্রাদার্সের দুর্ভাগ্য, খেলা থামল খেলাঘরের ইনিংসের ২০তম ওভার শেষ হতেই। ডাকওয়ার্থ-লুইসের হিসাবনিকাশ করতে এতটুকুই যথেষ্ট ছিল। যে হিসাবে ১২ রানে এগিয়ে থেকে খেলাঘর পেয়েছে তৃতীয় জয়। তাতেই ব্রাদার্সকে টপকে গেছে খেলাঘর।

ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯ পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান
রূপগঞ্জ ১০ ৯ ১ ১৮ ০.৬২
আবাহনী ১০ ৮ ২ ১৬ ০.৬৯৩
প্রাইম ব্যাংক ১০ ৭ ৩ ১৪ ০.৪৮৯
দোলেশ্বর ১০ ৭ ৩ ১৪ ০.১৮৪
মোহামেডান ১০ ৫ ৫ ১০ ০.৩২২
গাজী গ্রæপ ১০ ৫ ৫ ১০ -০.০০৬
শেখ জামাল ১০ ৫ ৫ ১০ -০.০৮৬
শাইনপুকুর ১০ ৪ ৫ ৯ ০.২৪১
খেলাঘর ১০ ৩ ৭ ৬ -০.৩৯৬
বিকেএসপি ১০ ২ ৭ ৫ -০.৭২২
ব্রাদার্স ১০ ২ ৮ ৪ -০.১১৩
উত্তরা ১০ ২ ৮ ৪ -১.০৭৩



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ