পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নদীর জায়গা বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ১১ দিনের বিরতি শেষে গতকাল সকালে আশুলিয়ার তুরাগ পাড় এলাকায় তৃতীয় পর্যায়ের এ অভিযান শুরু হয়। অভিযানকালে কাঁচা-পাকা ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ১১ দিনের বিরতি দিয়ে গতকাল সকাল থেকে তৃতীয় পর্যায়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকালে আশুলিয়ার তুরাগ পাড় থেকে উচ্ছেদ শুরু করে মিরপুর বেড়িবাধের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন তুরাগ পাড়েও অভিযান চালানো হয়। এ সময় নদী পাড়ের প্রায় দেড়শ শতাংশ নদীর জায়গা উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএ জানায়, টেক্স ইউরো বিডি নামের একটি প্রতিষ্ঠান নদীর জায়গা বালু দিয়ে ভরাট করে স্থাপনা তৈরির প্রস্তুতি চলছিলো। পরে নদী ভরাটের অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে আটকসহ ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ হাসানাত বলেন, অভিযানকালে মোট ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে পাকা এক তলা ভবন ২টি, আধা পাকা ১১টি, পাকা বাউন্ডারি ওয়াল ৪টি, টিনের ঘর ১০টি ও অবৈধভাবে নির্মিত দুটি পার্ক উদ্ধার করা হয়। এছাড়া নদী তীরবর্তী ২ একর জমি অবমুক্তকরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ২১ কার্যদিবসে বুড়িগঙ্গার কামরাঙ্গীরচর এলাকা থেকে শুরু করে ধারাবাহিকভাবে মিরপুরের বেড়িবাঁধ এলাকার জহুরাবাদ পালপাড়া পর্যন্ত তুরাগ নদের উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময়ে মোট ৩৪১টি পাকা স্থাপনা, ৪০৩টি আধা পাকা, ১৬৬টি পাকা সীমানা প্রাচীরসহ মোট ২ হাজার ৭১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।