Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে পর্যটনকেন্দ্র চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

চটগ্রাম থেকে ফটিকছড়ির দূরত্ব প্রায় ৫৭ কিলোমিটার। ফটিকছড়ির প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত। এখানে আছে চা বাগান, রাবার বাগান, খাল, নদী, ছড়া, পাহাড়, অরণ্য। এখানকার মাইজভান্ডার দরবার শরিফে প্রতিদিন লোকজনের আগমন ঘটে। এ ছাড়া ফটিকছড়িতে রয়েছে সরকারি ও ব্যক্তিগতভাবে গড়ে তোলা বৃক্ষ বাগান, যা দেখলে নিমেষে চোখ জুড়ায়। এখানকার অনেক প্রাচীন স্থাপত্য ইতিহাস জানার জন্য আকর। পাহাড় ও সবুজের ঝোপঝাড় ঘেরা বৃক্ষরাজি, নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত প্রকৃতির একান্ত সুর পাওয়া যায় এই ফটিকছড়িতে। তাই ফটিকছড়িতে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। এ ব্যাপারে সংশ্নিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে যদি পর্যটনকেন্দ্র গড়ে ওঠে, তাহলে সরকারের যেমন আয় হবে, তেমনি স্থানীয় লোকজনেরও কর্মসংস্থান হবে। আমাদের দেশে এমন আরও অনেক জায়গা রয়েছে, যেগুলোতে পর্যটন কেন্দ্র গড়ে একইভাবে আয় করা সম্ভব।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন