বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর তানোরের মালসিরা গ্রামে পুকুরে মাছ ধরতে জাল ফেলতে উঠে এলো রাইফেলের গুলি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মাছ ধরতে জাল ফেলা হলে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৭৫ রাউন্ড গুলি পানি থেকে জালে উঠে আসে। পুলিশ জানিয়েছে, গুলিগুলো অনেক পুরনো।
জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, তানোরের কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের এ পুকুরটির মালিকের নাম আবদুস সাত্তার। মাছ চাষের জন্য তিনি অন্য এক ব্যক্তিকে পুকুরটি ইজারা দিয়েছেন। তার লোকজন মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। তখন গুলিগুলো উঠে আসে। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। তখন গুলিগুলো জব্দ করে থানায় নেওয়া হয়।
এএসপি রাজ্জাক আরও জানান, গুলিগুলো অনেক পুরনো। এসব গুলি এখন আর রাইফেলে ব্যবহার হয় না। স্থানীয়রা ধারণা করছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে হয়তো গুলিগুলো পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত নয়। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।