Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বকাপের আগেই বরখাস্ত পাইবাস!

উইন্ডিজ কোচিংয়ে বদলের আভাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বিশ্বকাপের পর ভারতের ক্যারিবীয় সফর পর্যন্ত মেয়াদ রয়েছে রিচার্ড পাইবাসের। কিন্তু মাত্র ৩ মাসের মাথায় এসে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের চাকরি হারাতে চলেছেন তিনি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগেই ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড ক্রিকেটীয় কোচিং কাঠামোতে পরিবর্তন আনতে যাচ্ছে। আর এ পরিবর্তনের কারণেই পাইবাসের চাকরি এখন হুমকির মুখে। নতুন বোর্ড প্রধান রিকি স্কিরিট জানান অতিসত্বর ক্রিকেটীয় কোচিং কাঠামোতে পরিবর্তন আনতে চাচ্ছেন তারা, ‘ক্রিকেট পর্যালোচনা প্রক্রিয়া চলছে। আগামী মঙ্গলবারের বোর্ড সভার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’
জানুয়ারিতে স্টুয়ার্ট ল উইন্ডিজ দলের প্রধান কোচের চাকরি ছাড়ার পর পাইবাসের হাতে ছেড়ে দেয়া হয় উইন্ডিজ দল। ল কাউন্টি দল মিডলসেক্সের কোচ হিসেবে যোগ দেয়ার তার স্থলাভিষিক্ত হন পাইবাস। নিয়োগ পাওয়ার পরপরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ২-১ ব্যবধানে দারুণ এক জয় পেয়েছিল উইন্ডিজ। ওয়ানডে সিরিজ তারা ড্র করেছিল ২-২ এ। এমন সাফল্যের পরও অবশ্য তার বিরুদ্ধে দলে বিভাজন তৈরির অভিযোগ আছে। প্রধান কোচ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে ছিলেন তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত। সে সময় অবশ্য তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।
আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দলে ঠাঁই পেতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করা ছিল সেসবের মধ্যে অন্যতম। ক্রিকেটাররা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে তখন তার সঙ্গে জড়িয়ে পড়েন দ্বন্দ্বে। এ কারণে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার জাতীয় দলকে বাদ দিয়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলা বেছে নিয়েছিলেন।
এসব কারণেই মুলত পাইবাসের ওপর নাখোশ বর্তমান ও প্রাক্তন বেশ কিছু ক্রিকেটার। তাই বিশ্বকাপের পর জুলাই পর্যন্ত মেয়াদ থাকলেও যে কোনো মুহূর্তে সরিয়ে দেওয়া হতে পারে তাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ