Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় নেই তাসকিন!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

পরনে কালো গেঞ্জি আর ছাই রঙা ট্রাউজার। বাম পা তখনো বাঁধা ব্যান্ডেজে। তা নিয়েই ছোট ছোট রান আপ। দৌড়ে নেই জোর। পা ফেলছিলেন বেশ সাবধানে। পপিং ক্রিজ পেরিয়ে বল ছুড়ছিলেন আরো ধীর গতিতে। তবুও ছুড়লেন টানা ৩০টি বল। এভাবেই একদিন পরপর বোলিং করে যাবেন আরো দশ দিন। ধীরে ধীরে বাড়াবেন গতি। এরপর ফিরবেন আসল রূপে।

মিরপুরে যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত আবাহনী-প্রাইম দোলেশ্বর। পাশেই একাডেমি মাঠে সোয়া দুই মাস পর বল হাতে অনুশীলনে ব্যস্ত তাসকিন আহমেদ। এই ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স রাউন্ড থেকেই মাঠে নিজের ছন্দ দেখাতে নামতে চান বিশ্বকাপ খেলার আশায় থাকা এই পেসার।

বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পান দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার। ভালো পারফরম্যান্সে ততদিনে আবার জাতীয় দলে। কিন্তু ওই চোট তাসকিনকে আবার ছিটকে দিল দল থেকে। যাওয়া হলো না নিউজিল্যান্ড সফরে। ৩৫ দিন চলল তার পুনর্বাসন। এ সময় ঘরে শুয়ে বসে কাটিয়েছেন। করেছেন হালকা ব্যয়াম। খানিকটা ফিট হয়ে শুরু করলেন হাঁটা। এরপর জোরে হাঁটা, পেছনে ওজন নিয়ে হাঁটা।

সব কিছু চলল পরিকল্পনা মাফিক। সেই সূচি অনুযায়ী গতকালই একাডেমিতে প্রথম বোলিং করলেন ‘ঢাকা এক্সপ্রেস’ খ্যাত ২৪ বছর বয়সী এই গতি তারকা। ৫ ওভার বোলিং শেষে একাডেমির বিশ্রামাগারে বসে তাসকিন জানালেন নিজের বর্তমান অবস্থা। সেখানেই দিলেন চোট পুরোপুরি সেরে ফিটনেস পরীক্ষায় উৎরে উঠার খবর, ‘খুব ভালো লাগছে যে বোলিং সেশন শেষ করতে পারলাম। প্রায় সোয়া দুই মাস পর বোলিং করলাম। ফিজিও খাদেমুল শাওন ভাইয়ের তত্ত¡াবধানে আছি। বায়েজিদ ভাই, দেবাশীষ স্যারও দেখেছেন। বেশ কিছু ফিটনেস টেস্টে উৎরে বোলিং শুরু করেছি। ওগুলো যদি না করতে হতো তাহলে আগেই বোলিং শুরু করা যেত। আজ (গতকাল) ৩০টি বল করেছি। আল্লাহ চাইলে ইনটেনসিটি সামনে আরো বাড়তে থাকবে।’

গত ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালির চোটে পড়েন তাসকিন। এতে দলে ডাক পেয়েও যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। এই সময়ের মধ্যে পুনর্বাসনের সবগুলো ধাপ শেষ করে অবশেষে নামছেন মাঠে। তবে বিশ্বকাপ দলে থাকছেন কিনা তা নির্ভর করছে তার ম্যাচে বোলিং পারফরম্যান্স দেখার উপর। চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। লিগের সুপার সিক্স পর্ব দিয়ে ফেরার ইচ্ছা ডানহাতি পেসারের। বিশ্বকাপ দল দেওয়ার আগেই তাই নিজেকে প্রমাণ করতে মরিয়া তাসকিন, ‘একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদি ফিটনেস টেস্টগুলোর মধ্য দিয়ে যেতে না হতো তাহলে আরও আগেই বোলিং শুরু করতে পারতাম। একদিন পর পর বোলিং করতে হবে। আশা করছি সুপার লিগ থেকে খেলবো। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে কোন ম্যাচ থেকে খেলবো।’

এপ্রিলের মাঝামাঝিতে সুপার লিগ শুরু হওয়ার কথা রয়েছে। প্রিমিয়ার লিগে তাসকিনকে নেয়নি কোনো দল। পুরোপুরি ফিট হলে ডানহাতি পেসারকে নিতে নিশ্চয়ই আগ্রহ দেখাবে সুপার লিগের দলগুলো। কিন্তু বিশ্বকাপ? দল ঘোষনার এখনও প্রায় দুই সপ্তাহ বাকি। তবুও কানাঘুষা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সঠিক কম্বিনেশন বাছাইয়ে নির্বাচকরাও পার করছেন ব্যস্ত সময়। তবে সেই সুনজরে কি আছেন গত বিশ্বকাপ কাঁপানো এই পেসার? মর্মান্তিক ব্যাপার হলো নির্বাচকদের ভাবনায়ই নেই গেল বিশ্বকাপে কাঁপন ধরানো এই টাইগার পেসার। এমনকি স্ট্যান্ডবাই হিসেবেও নাকি তাকে রাখা হচ্ছে না! আর এর অন্যতম প্রধান কারণ হলো তাসকিনের ইনজুরি। অভিশপ্ত ইনজুরিই তাসকিনের স্বপ্নের বিশ্বকাপ যাত্রায় বাঁধ সাধছে। গতকালই এমন তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘তাসকিন তো মাঠেই নামেনি এখনো। তার স্কিল ফিটনেস কতদূর আমরা কিছুই জানি না। একটা ইনজুরড প্লেয়ারকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারছি না, যতক্ষণ সে মাঠে না নামে।’ নান্নুকে অবগত করা হলো, তাসকিন ইনজুরি থেকে সেরে উঠেছে। গতকাল থেকে তিনি বোলিংও শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরের সুপার লিগ থেকে খেলা শুরু করবেন। কথা শেষ না হতেই নান্নুর পাল্টা যুক্তি, ‘এখানে বোলিং করা ও বিশ্বকাপে বোলিং করার মধ্যে তফাৎ আছে।’

টাইগারদের বিশ্বকাপ নিয়ে স¤প্রতি যে গুঞ্জন শুরু হয়েছে সেখানে ইয়াসির আলী রাব্বির নামও বেশ উচ্চকিত। একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে এই মিডল অর্ডারকে নাকি চূড়ান্ত স্কোয়াডে রাখা হবে। সেই সম্ভাবনাও উড়িয়ে দিলেন নান্নু, ‘না না। কে বলেছে এটা? আমরা এখনো দল নিয়ে মিটিংই করিনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাসকিন

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ