Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ানডে না খেলেই বিশ্বকাপে!

ব্লান্ডেল চমক নিয়ে সবার আগে নিউজিল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

মূল লড়াইয়ের এখনও বাকি ৫৭ দিন, দল ঘোষণার শেষ সময় এখনও প্রায় তিন সপ্তাহ দূরে। অনেক দল এখনও কিছু জায়গা নিয়ে আছে দোলাচলে। কিন্তু এরই মধ্যে দল গুছিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। সবার আগে তারা ঘোষণা করে দিল ২০১৯ বিশ্বকাপের দল। যে দলে চমক হয়ে এসেছে একটিও ওয়ানডে না খেলা কিপার-ব্যাটসম্যান টম বøান্ডেলের নাম!

১৫ জনের দলের ১৩ জন একরকম চূড়ান্তই ছিল। শুধু বিকল্প কিপার ও দ্বিতীয় স্পিনারের জায়গা নিয়েই ছিল কৌতুহল। গতকাল ক্রাইস্টচার্চে ঘোষিত দলের মূল কিপার টম ল্যাথাম, মূল স্পিনার মিচেল স্যান্টনার। ব্যাট হাতেও দুজন দারুণ বলে একাদশেও জায়গা নিশ্চিত। দ্বিতীয় কিপার হিসেবে জায়গা পেয়েছেন ব্লান্ডেল। দ্বিতীয় স্পিনার ইশ সোধি।

২০১৭ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ব্লান্ডেল। তবে পরের টেস্টে ভালো না করার পর বাদ পড়েছেন। খেলেছেন তিনটি টি-টোয়েন্টি। সেখানেও বলার মতো নয় পারফরম্যান্স। তবে ব্লান্ডেলকে দলে নেওয়ায় বিস্ময়ের মূল কারণ, ২৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যানের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ব্যাটিং রেকর্ড সমৃদ্ধ নয়। টেস্ট দলের কিপার বিজে ওয়াটলিংকে মনে করা হয় ব্যাটিং সামর্থ্যে এগিয়ে। আরও দুই কিপার গে্লন ফিলিপস, টিম সাইফার্ট আগ্রাসী ব্যাটিংয়ে সামর্থ্যরে ছাপ রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে তার ইনজুরিতেই নির্বাচকরা বেছে নিলেন ব্লান্ডেলকে।

দ্বিতীয় স্পিনার হিসেবে বাজিয়ে দেখতে সবশেষ বাংলাদেশ সিরিজে খেলানো হয়েছিল লেগ স্পিনার টড অ্যাস্টলকে। তবে তিনি মন ভরাতে পারেননি নির্বাচকদের। তাই আরেক লেগ স্পিনার সোধি জায়গা পেলেন দলে। দলের বাকিদের নাম অনেকটাই অনুমিত। কলিন মুনরোকে নিয়ে খানিকটা সংশয় থাকলেও জায়গা পেয়ে গেছেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম।
এই দলটি চলতি মাসের শেষ দিকে ক্রাইস্টচার্চে দুই দিনের ট্রেনিং ক্যাম্পে অংশ নেবে। এরপর তিনটি অনানুষ্ঠানিক ওয়ানডে খেলার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে ব্ল্যাক ক্যাপসরা। যদিও বিশ্বকাপ দলের বড় একটা অংশ আইপিএলে থাকায় এই সিরিজে থাকতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

নিউজিল্যান্ড স্কোর
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মুনরো, টম বøান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ