বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীকে চলন্তবাস থেকে ধাক্কা দিয়ে বাসের নীচে ফেলে হত্যার অভিযোগে উদার পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান উদার পরিবহনের চালক জুয়েলকে গতকাল রাত ১১টায় সিলেটের কদমতলী বাস টার্মিনাল ও হেলপার মাসুককে রাত আড়াইটায় সুনামগঞ্জ জেলার ছাতকের জাউয়ার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চালক ও হেলপারকে আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় চলন্ত বাসে কথা কটাকাটির জের ধরে হেলপারের ধাক্কায় বাসের নীচে চাপা পরে সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আফনানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের মোঃ আবু জাহেদ মাহবুব ও ডাঃ মীনা পারভিনের ছেলে। তিনি সিকৃবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।