Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত মিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

কিছুদিন আগে অনিমেষ আইচের নির্দেশনায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ‘বিউটি অ্যান্ড বুলেট’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন তাহসান খান। এটি এখনো প্রচার হয়নি। এরইমধ্যে শ্রীমঙ্গলে বিদ্যা সিনহা মিম গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় ‘নীল দরজা’ নামের আরেকটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় বিদ্যা সিনহা মিম ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি আগামী পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এরইমধ্যে ইউটিউবে ‘সাপলুডু’র টিজার প্রকাশিত হয়েছে। আশা করা হচ্ছে, ‘সাপলুডু’তে নতুন এক মিমকে দেখা যাবে। মিম বলেন, ‘দোদুল ভাইয়ের সাপলুডু সিনেমাতে অভিনয় করেছি। সিনেমাটিকে কাজ করার দারুণ অভিজ্ঞতা। আমি খুবই আশাবাদী সাপলুডু নিয়ে। আশাবাদী নীল দারজা ওয়েব সিরিজটি নিয়েও। নীল দরজায় একটা অন্যরকম গল্প বলার চেষ্টা করা হচ্ছে। চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। তারসঙ্গে কাজ করার বোঝাপড়াটা আমার চমৎকার।’ মিম জানান, শিঘ্রই নীল দরজা প্রচারে আসবে। উল্লেখ্য, খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে মিম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মিম বলেন আমার আজকের সাফল্যের পেছনে আমার বাবা-মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। তাদের আশীর্বাদে আমি আজকের অবস্থানে পৌঁছেছি। বিশেষ করে আমার মায়ের কথা বলতেই হয়, তিনি আমার জন্য অনেক কষ্ট করেছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিম

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ