গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। সংগঠনটির ৩দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মার্চ ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সকল ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও নেতাকর্মীদের নিয়ে জাতীয় সৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। একইদিন সৃতিসৌধ থেকে ফিরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ। ২৭ মার্চ বিকেল ৩ টায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালীতে অংশগ্রহণ। এছাড়া সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ও সারাদেশের সকল শাখা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে। সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌর শাখায় স্থানীয় সুবিধানুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য স্বাধীনতা র্যালীর আয়োজন করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।