Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে এলজি ও গুলিসহ আটক ২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ৮:১৯ পিএম

বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

রবিবার সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নোয়াখালী ডিবি ওসি আবুল খায়ের। অভিযান এখনো চলমান রয়েছে বলেও জানান তিনি। আটককৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের সেলিমের ছেলে হাবিবুর রহমান বাবু (২২) ও শরীফপুর ইউনিয়নের মজিবুল হক কালার ছেলে আব্দুল হান্নান (৪০)।

নোয়াখালী ডিবি ওসি আবুল খায়ের জানান, সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানকালে গাবুয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ