Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ৩:১৭ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে আশাশুনি উপজেলার প্রতাপনগরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, প্রতাপনগর গ্রামের আহম্মদ আলী সরদার জমা-জমি বণ্টনের জন্য তার ৩ ছেলে ও ৫ মেয়েকে নিয়ে বৈঠক করছিলেন। এসময় জমির অংশ বেশি দাবি করায় ছোট ভাই আনোয়ারুল ইসলামের সাথে বড় ভাই আমিনুর রহমানের বিরোধ বাধে। কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ারুল ছুরি বের করে বড় ভাইকে মারতে উদ্যত হয়। এসময় বড় ভাই তার ছুরি কেড়ে নিয়ে ছোট ভাইকে উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুল নিহত হয়।
আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাত

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ