Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিএসসির মোড়ে জেব্রা ক্রসিং চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

সাধারণত পথচারী পারাপারের জন্য ব্যস্ত রাস্তায় সাদা-কালো ডোরা চিহ্নিত নির্দিষ্ট অংশই জেব্রা ক্রসিং নামে পরিচিত। বিশ্বের আধুনিক শহরগুলোতে রাস্তা পারাপারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই জেব্রা ক্রসিং। বর্তমানে আমাদের দেশেও রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দেশে পাবলিক সমাগম বেশি থাকে এমন অনেক জায়গায় জেব্রা ক্রসিং নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে চারদিক থেকে চারটি রাস্তা এসে মিলিত হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই মোড়ে রাস্তা পারাপারে নেই কোনো জেব্রা ক্রসিং, নেই কোনো ফুট ওভারব্রিজ। ফলে প্রতিনিয়তই কমবেশি ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এই মোড়ে। এসব দুর্ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। টিএসসির মোড়ে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং চালু করলে এসব দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জাহানুর ইসলাম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন