মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নোয়াখালী জেলার চাটখিলের বালুয়া চৌমুহনী খালে বাঁধ দিয়ে মাটির ব্যবসা করার অভিযোগ উঠেছে। এতে করে দেলিয়াই ও বালিয়াধর গ্রামের ৫০০ একর জমির ইরিধান উৎপাদন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এবং ৫ শতাধিক কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে বালুয়া চৌমুহনী খালের দেলিয়াই বাজার ব্রিজের ৫০ গজ পূর্বে রাস্তার দক্ষিণ পাশে খালের ওপর ২ পাশে বাশের ভেড়া দিয়ে মাঝখানে মাটি ফেলে বাঁধ দেয়া হয়েছে। এ বাঁধের পর দিয়ে ট্রলি ও ট্রাক্টর খালের দক্ষিণ পাশ থেকে মাটি ভরাট করে এনে বিভিন্ন স্থানে নিয়ে যায়। বাঁধের ২০০ গজ পূর্বে ১টি সুইচ গেট। এই গেট দিয়ে পানি পশ্চিম দিকে নামে। সুইচ গেটের সরবরাহ করা পানিতে দক্ষিণ ও পশ্চিম দেলিয়াই এবং বালিয়াধর গ্রামের ৫ শতাধিক একরে ইরিধান চাষ করা হয়। এখানে ৫ শত কৃষক ইরিধান চাষ করেছে। বর্তমানে খালে বাঁধ দেয়ার কারনে ইরিধান উৎপাদন ব্যহত হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করেছেন স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন বাবলুসহ কয়েকজন এই এলাকার মাটির ব্যবসা করে। এরা খালের দক্ষিণ পাশ থেকে এ বাঁধের ওপর দিয়ে ট্রলি ও ট্রাক্টরে করে মাটি বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। মেম্বার বাবলু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রয়োজনে তিনি বাঁধ কেটে দিবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি তাকে কেউ জানান নাই তবে তিনি যখন অবগত হয়েছেন অতি জরুরিভাবে তিনি এই ব্যাপারে ব্যবস্থা নিবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।