Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ইয়াবাসহ র‌্যাবের হাতে এক যুবক আটক

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৮:৪১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০ এর একদল সদস্য। আটককৃত যুবকের নাম শেখ সিরাজুল সালেহীন(২৮)। তার বাবার নাম শেখ মোহাম্মদ আলী। তার বাসা রাজধানীর বাড্ডা এলাকায়। আজ বুধবার(০৬মার্চ) দুপুর ২টায় কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় হাজী আলতাফ মার্কেটের সামনে একটি পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় র‌্যাব-১০ এর সাবইন্সপেক্টর মো. শাহ আলম বাদী হয়ে সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলাসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল জিনজিরার ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে জনৈক আলতাফ মার্কেটের সামনে একটি পাকা রাস্তা থেকে শেখ সিরাজুল সালেহীন নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৬০ পিস ইয়াবা, দুইটি মোবাইলসেট, ও নগদ ১৭’শ টাকা উদ্ধার করা হয়।এসময় ওই যুবকের ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ