Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ভোলায় এলজিইডির কাজের মান ও গতি নিয়ে সমন্বয় সভা

সভাপতিত্ব করেন নব যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ২:৪৭ পিএম

ভোলা জেলা এলজিইডির কাজের মান সিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে কাজের গতি নিয়ে সমন্বয় সভা করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় ভোলা জেলা নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নব যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব মোঃ ছিদ্দিকুর রহমান।তিনি তার বক্তব্যে বলেন সকলের সমন্বয়ে আমরা সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সরকারি সিডিউল মোতাবেক, কাজের মান সঠিক রেখে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। এ ক্ষেত্রে আপনারা আমার সহযোগী। সকলের সমন্বয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার " উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র" এ শ্লোগানকে বাস্তবায়ন করব। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সালাম,সহকারী প্রকৌশলী সুমন মুন্সী, ভোলা সদর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, চরফ্যাশন উপজেলা প্রকৌশলী কে এম রেজাউল করিম,বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন,দৌলতখান উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম,তজুমুদ্দিন উপজেলা প্রকৌশলী শাদ জগলুল ফারুক জুয়েল,লালমোহন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু সভায় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম,উচ্চমান সহকারী মোঃ আলমগীর হোসেন,ল্যাব টেকনিশিয়ান নজরুল ইসলাম,হিসাব রক্ষক মোঃ ইস্কানদার, হিসাব সহকারী মজিবর রহমান, অফিস সহকারী জসিম উদ্দিন প্রমুখ। সভার প্রারম্ভে নব যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী অালহাজ্ব মোঃ ছিদ্দিকুর রহমানকে ফুল দিয়ে বরন করে নেন অত্র দপ্তর ও সকল উপজেলা থেকে অাগত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ