Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম

উন্নতমানের স্যানিটেশন, মিনি পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি ব্যবহারে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দিনব্যাপী জলবায়ু সংকটে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পূর্ণবাসন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)”র অর্থায়নে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল(এনআরসি)”র বাস্তাবায়নে উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীমুল ইসলামের সভাপতিত্বে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) ফিল্ড ফেসিলিটেটর নিলুফা ইয়াছমিন"র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এনজিও সংস্থা মনিটরিং অফিসার মোঃ ইউসুফ,
প্রজেক্ট অফিসার মোঃ ফজলুল করিম,মুক্তিযোদ্ধা জমির উদ্দিন,অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক উদ্দিন, ইউ/পি সচিব ফুলেন সূত্রধর,ইউপি সদস্য সুলতান মিয়া,সফিকুর রহমান,জিয়াউল হক, ছবদিল আলম,সুনুর মিয়া,মফিজুর রহমান,আলী হোসেন,সিরাজ উদ্দিন, আব্দুল করিম। এফ-এফ মামুন মিয়া, শামিমা আক্তার,,জ্যোতি মোদক, সাইফুল ইসলাম তুহিন,তৌফিক প্রমুখ

প্রজেক্ট অফিসার মোঃ ফজলুল করিম বলেন যে গ্রাম গুলো বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সেই গ্রামে ক্ষতিগ্রস্থ মানুষজনকে স্বাবলম্বী করতে ইরা সংস্থার মাধ্যমে উন্নতমানের স্যানিটেশন,মিনি পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি ব্যাবহারে নিশ্চিত করনে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য তিনি উপস্থিত ইউনিয়ন পরিষদেও সকল সদস্যরা তাদেও স্ব স্ব ওয়ার্ডের জনগনকে সচেতন করতে কাজ করে যাওয়ার পরামর্শ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা অনুষ্ঠিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ