Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে মাদক বিক্রি-সেবনের অপরাধে আটক ১৩

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১:১৪ পিএম

মানিকগঞ্জে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার ভোর থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। এসময় তাদের কাছ থেকে ০.২০ গ্রাম হেরোইন ও ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ পৃথক অভিযানের মাধ্যমে তাদের আটক করে। আটকদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে জিআর মামলায় ২২ জন, সিআর মামলায় ১৫ জন এবং সাজার আদেশপ্রাপ্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ