Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় গণপরিবহনে চাঁদাবাজিকালে আটক ২

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ৩:০৩ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় গণপরিবহনে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পরিবহন শ্রমিকরা। 

সোমবার সকালে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহনে চাঁদাবাজিকালে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- মোঃ রুমেল (২৮) শওকত হোসেন (৪৩)। এদের মধ্যে রুমেল গাজীরচট ও অপরজন বাইপাইল এলাকার বাসিন্দা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সকালে বাইপাইল এলাকায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে পরিবহন শ্রমিকরা রুমেল ও শওকত নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটক ব্যক্তিরা বিভিন্ন সময় বাইপাইল এলাকায় পরিবহনে চাঁদাবাজি করে আসছিল বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় পরিবহন শ্রমিকরা জানায়, দীর্ঘ দিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় রুমেল ও শওকত নামে ঐ দুই ব্যক্তি প্রভাব দেখিয়ে পরিবহনে চাঁদাবাজি করে আসছিল। তারা গাবতলী থেকে বগুড়াগামী লোটন, আলম, এ আলম, ঝটিকা ও এসএম নামে প্রায় অর্ধশত পরিবহন থেকে প্রতিদিন এক’শ টাকা চাঁদা আদায় করত। সকালেও চাঁদা আদায় করতে আসলে পরিবহন শ্রমিকরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ