Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণার্থী শিবিরেই জন্ম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

সাংবাদিক রায়ান সুক্কর জন্মেছেন ও বেড়ে উঠেছেন লেবাননের শাতিলা শরণার্থী ক্যাম্পে। ২৪ বছর বয়সি এই নারী এখন শরণার্থীদের জীবনযাত্রা তুলে ধরেন। তিনি দুই বছর ধরে অনলাইন প্ল্যাটফর্ম ‘ক্যাম্পজি’তে কাজ করছি। অন্যান্য শরণার্থী ক্যাম্প থেকেও রিপোর্ট করেন। শাতিলার শরণার্থী শিবিরে প্রায় ৪০,০০০ মানুষের বাস। ফিলিস্তিনি শরণার্থীরা আছেন এখানে। এছাড়া গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা সিরীয় শরণার্থীদের সংখ্যাও অনেক।
রায়ান সুক্কর বলেন, ‘আমরা একসাথে আমাদের আইডিয়া এবং বিষয় খুঁজে বের করি। আমরা শরণার্থীদের জীবনযাত্রা, তাদের নানা সমস্যা ছাড়াও বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করি। কারণ আমরা শাতিলায় বাস করি বলে অন্য শরণার্থীদের উদ্বেগ সম্পর্কে ভালো করেই জানি এবং তা বুঝতেও পারি। আর এ কারণেই আমাদের ‘নাগরিক সাংবাদিক’ বলা হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা নতুন কিছু আইডিয়ার কথা সাপ্তাহিক মিটিংয়ে জানাই, তারপর আমাদের সেই আইডিয়া বা প্রস্তাবগুলো নিয়ে টিমের সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।’
বর্তমানে তিনি শুটিং করছেন আল-জলিল শরণার্থী ক্যাম্পে। এটি অভিবাসন সম্পর্কে। অনেকেই ক্যাম্প ছেড়ে অন্য দেশে জীবন শুরু করতে যায়। তাই তারা শুটিং করার জন্য যান। শুটিং-এর প্রযুক্তিগত দিকটি দেখেন সামি নামের আরেক সাংবাদিক। আর তিনি সামগ্রিক দিকটি তুলে ধরেন। সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণার্থী শিবির

২১ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ