Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কিত শরণার্থী শিবিরটি বন্ধ করতে রাজি অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাপুয়া নিউগিনিতে অবস্থিত বিতর্কিত শরণার্থী আশ্রয়কেন্দ্র বন্ধ করে দিতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়া মানাস দ্বীপের শরণার্থী শিবিরটি বন্ধের বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছে। এব্যাপারে পোর্ট মোরেসবাইতে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী পিটার ডুটনের সঙ্গে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইলের বৈঠক করার কথা রয়েছে। এ বছর এপ্রিলে পাপুয়া নিউগিনির সুপ্রিম কোর্ট শরণার্থীদের আশ্রয় শিবিরে আটকে রাখা দেশটির সংবিধান পরিপন্থী বলে রায় দেয়। মানাস দ্বীপে অস্ট্রেলিয়ার শরণার্থী শিবিরে বর্তমানে ৮৫৪ জন বসবাস করছে। তাদের উপর অস্ট্রেলিয়া প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি চিকিৎসার প্রয়োজনে অস্ট্রেলিয়া প্রবেশের অনুমতি পেতেও তাদের অনেক বাধা-নিষেধের মধ্য দিয়ে যেতে হয় এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের আবার মানাস দ্বীপের আটককেন্দ্র পাঠিয়ে দেয়া হয়। ও’নেইল বলেন, এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। যদিও তাড়াহুড়া করে শিবিরটি বন্ধের প্রক্রিয়া শেষ না করা খুবই গুরুত্বপূর্ণ। বরং অত্যন্ত সতর্কভাবে কাজটি করতে হবে। শিবিরটি বন্ধের প্রক্রিয়ায় অবশ্যই পাপুয়া নিউগিনির জনগণের সুবিধার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের ভালোর দিকটিও নজরে রাখতে হবে। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ সমুদ্র পথে দেশটিতে অনুপ্রবেশ করা আশ্রয়প্রার্থীদের মূলভূখ-ে না রেখে মানাস দ্বীপ ও প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরুর আশ্রয় শিবিরে পাঠিয়ে দেয়। এমনকি শরণার্থী প্রমাণ হওয়ার পরও তাদের অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া হয় না। এক বিবৃতিতে ডুটন বলেন, মানাস দ্বীপের শরণার্থী শিবির বন্ধ এবং শরণার্থীদের পুনর্বাসনের জন্য পাপুয়া নিউগিনি সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে অস্ট্রেলিয়া সরকার। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতর্কিত শরণার্থী শিবিরটি বন্ধ করতে রাজি অস্ট্রেলিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ