Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিসে শরণার্থী শিবিরে আগুন

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গ্রিসের লেসবোস দ্বীপে মোরিয়া নামের শরণার্থী শিবিরে আগুন লাগার ঘটনায় চার হাজারেরও বেশি আশ্রয়প্রার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে। গত সোমবার রাতে শিবিরটিতে আগুন লাগে। পুলিশ বলছে, আগুন লাগার ঘটনার আগে সেখানকার আশ্রয়প্রার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। দমকল বাহিনী আগুন লাগার ঘটনা তদন্ত করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বড় ধরনের এই অগ্নিকা-ে তাঁবু ও অস্থায়ী ঘরগুলো পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জাতিসংঘের হিসাব অনুযায়ী লেসবোসের এই শিবিরটিতে প্রায় ৫,৬০০ জন আশ্রয়প্রার্থী রয়েছেন। কিন্তু দ্বীপটি ৩,৬০০ জন মানুষ ধারণক্ষম। সুইস দাতব্য সংস্থা এসএও-এর একজন কর্মী আরিস ভøাসোপোউলোস জানিয়েছেন, আগুনে শিবিরটির ৩০ ভাগ পুড়ে গেছে। তিনি বলেন, আমি এখন দেখতে পাচ্ছি, শরণার্থীরা শিবিরে পুনরায় ফিরে আসতে শুরু করেছে। কিন্তু বড় একটি অংশ এরই মাঝে রাস্তায় অবস্থান নিয়েছে, সেখানেই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিসে শরণার্থী শিবিরে আগুন

২১ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ