Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে বন্ধুর হাতে স্কুল ছাত্র খুন, আটক ২

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ৯:৫৩ এএম | আপডেট : ১০:৪৬ এএম, ২ মার্চ, ২০১৯

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামে এক স্কুল ছাত্র খুন হয়েছে । পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছেনে। এ ঘটনায় অভিযুক্ত দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সাভারের চাপাইন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহাগ সাভারের চাপাইন এলাকার সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় স্টুডেন্ট স্কুল অব বাংলাদেশ নামে স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিলো।
আটককৃতরা হলো-মিঠু ও প্রান্ত। তারা দুইজন চাপাইন এলাকায় বসবাস করে ও স্থানীয় স্কুলে ৯ম শ্রেনীর ছাত্র।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকালে সাভারের সিআরপিতে একটি অনুষ্ঠান থেকে বের হয়ে স্থানীয় মিঠু ও প্রান্ত নামে দুই বন্ধুর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পযায়ে সোহাগের পিঠে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে অভিযুক্ত দুই বন্ধু মিঠু ও প্রান্তকে সাভারের হেমায়েতপুর থেকে আটক করা হয়েছে।তবে কি নিয়ে দ্বন্দ তা জানা যায়নি।
নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ