মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমর বলেছেন, ভারতকে হামলান জবাব দেয়া হবে। কখন এবং কিভাবে দেয়া হবে সেটি পাকিস্তান নির্ধারণ করবে। মঙ্গলবার জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকের পর দেয়া এক টুইট বার্তায় আসাদ উমর বলেন, ‘ভারতীয় নাগরিকদের অবশ্যই বুঝতে হবে যে তাদের প্রধানমন্ত্রী রাজনৈতিক লাভের জন্য দ্ব›দ্ব সৃষ্টি করে তাদেরকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘ভারত জিততে পারবে না।’
এর আগে মঙ্গলবার ভোরে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে ভারতীয় যুদ্ধবিমান হামলা করার কয়েক ঘন্টা পর, প্রধানমন্ত্রী ইমরান খান সশস্ত্র বাহিনী ও পাকিস্তানের জনগণকে যে কোন পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশনা দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা কমিটির বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে তিনি বলেন, ‘ভারতের অতর্কিত আগ্রাসনের জবাব পাকিস্তান তাদের পছন্দমত সময় ও স্থানে দেবে।’ বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থ মন্ত্রী, জয়েন্ট চীফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, সিওএএস, সিএনএস, সিএএস এবং অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। সূত্র: দ্য নিউজ পাকিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।