Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে ৮৬০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন আটক

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৩৬ পিএম

দিনাজপুরের হিলি সীমান্তের পার্শ্বে বিরামপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৮৬০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫।
আটককৃতরা বিরামপুর উপজেলার পুটুয়াখোল গ্রামের পিতা-পুত্র-পিতা শফিকুল ইসলাম (৪৮),পুত্র সুলতান মাহমুদ (২৫)ও তাইজুল ইসলাম (২৮)।

র‌্যাব-৫ এর সূত্রে জানা যায়,আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিরামপুরের পুটুয়াখোল গ্রামে এক দল মাদক ব্যবসায়ী ভারত হতে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল নিয়ে আসছে।এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যদের নিয়ে পুটুয়াখোল গ্রামে অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে ৮৬০ বোতল ফেন্সিডিল,৯৩৬০ টাকা ও ৩ মোবাইলসহ শফিকুল ইসলাম,সুলতান মাহমুদ এবং তাইজুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল-হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ