Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহে জজ আদালতে কর্মচারীদের উপর হামলা-ভাংচুর, আহত ১০

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:২৬ পিএম

ময়মনসিংহে ক্ষমতাসীন দলের আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারীদের উপর হামলা-ভাংচর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- জারী কারক কাজী আজিজজুল হক, স্টেনোগ্রফার জাহিদুল ইসলাম, কর্মচারী আলগীর শাহাদত, সাইফুল ইসলাম এবং আইনজীবী খসরু, আ: মোতালেব, সোহাগ ও শাওন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির আ: হালিম। তিনি জানান, জজ আদালতের সামনে পরিবেশ সুন্দর করার জন্য বিচার বিভাগীয় কর্মচারী কল্যান সমিতি জেলা জজের মৌখিক অনুমতি নিয়ে ৫টি অস্থায়ী স্থাপনা হিসেবে পাকা শেড দোকান ঘর নির্মান হাজ শুরু করে। কিন্তু ক্ষমতাসীন দলের আইনজীবীরা অন্যায় ভাবে নির্মানাধীন দোকান ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। পরে তারা নিচ থেকে উপরে উঠে জজ আদালতের ২য় ও ৩য় তলায় এসে প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারকের এজলাস, নেজারত শাখাসহ বেশ কয়েকটি এজলাসের দরজায় লাথি মেরে কর্মচারীদের মারপিট করে আহত করে। এ সময় আইনজীবীদের হামলায় কমপক্ষে প্রায় ৭ থেকে ৮ জন কর্মচারী আহত হয়।
বিচার বিভাগীয় কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম বলেন, আইনজীবীরা যা করেছে তা সন্ত্রাসী কর্মকান্ড। এর মধ্য দিয়ে তারা বিচার অঙ্গনকে কুলষিত করেছে। মূলত তারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ফায়দা হাসিলের চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাসীন দলের প্যানেলে নির্বাচিত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। সমিতির সাধারন সম্পাদক অ্যাড. বদর উদ্দিন আহম্মেদ বলেন, জজ আদালতের আঙ্গিনায় কর্মচারীরা অবৈধ ভাবে দোকানঘর নির্মান করেছে। এতে নিরাপত্তা বিঘিœত হবার আশংকা রয়েছে। এ বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে সমিতির পক্ষ থেকে জেলা জজকে বিষয়টি অবহিত করা হয়। কিন্তু রাতের আধাঁরে কর্মচারীরা দোকানঘর নির্মান করায় ক্ষব্ধ আইনজীবী নির্মানাধীন দোকানগুলো ভেঙ্গে দিয়েছে।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জালাল উদ্দিন খান বলেন, আইনজীবী কর্মচারীদের উপর হামলা করেনি। বরং কর্মচারীরা আইনজীবীদের উপর হামলা করে ৪ জনকে আহত করেছে।
তবে এ বিষয়ে জেলা ও দায়রা জজের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ