Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে থামছে না মৃত্যু

২৪ ঘণ্টায় নিহত ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সড়ক দুর্ঘটনায় আরো ৮ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে সিলেটে দুই, দাউদকান্দিতে দুই, সাভার, মীরসরাই ও সীতাকুন্ডে এক জন করে। আহত হয়েছেন ৭০ জন। আহতদের সরকারি ও বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে এ প্রতিবেদন :
খুলনা : খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চিকিৎসকসহ চারজন নিহত হয়েছেন।নিহতরা হলেন-খুলনা মহানগরীর সোনাডাঙ্গা করিম নগরের মৃত মাজেদ আলীর ছেলে ডা. শাহাদাৎ হোসেন (৬২), সাউথ সেন্ট্রাল রোডের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে ডা. মোয়াজ্জেম (৬০), নগরীর উত্তর মুজগন্নী এলাকার মাহাবুবুর রহমানের ছেলে চালক জাহাঙ্গীরসহ (৩৭) ও যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী জাহিদুল ইসলাম (৪০)।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বিকাল পৌঁনে ৪টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকার রাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে যশোরগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ- ১৩-৬৮৭০) ও খুলনাগামী গড়াই পরিবহনের রাসেল নামের একটি বাসের (রাজ মেট্রো-ব-১১-০০৩৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারের যাত্রী ডা. শাহাদাৎ হোসেন ও ডা. মোয়াজ্জেম এবং প্রাইভেটকারের চালক জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেটকারের সামনের অংশ কেটে নিহতদের লাশ উদ্ধার করে। পুলিশ গড়াই পরিবহনের ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
অপরদিকে, ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর-যশোর সড়কের নরনিয়া নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত জাহিদুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ছিলেন।
স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম মোটরসাইকেলে যশোরের কেশবপুর থেকে চুকনগরের দিকে আসছিলেন। নরনিয়া নূরানিয়া মহিলা দাখিল মাদ্রাসার সামনে এলে একটি ট্যাংকলরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জাহিদুল ঘটনাস্থলেই নিহত হন। নিহত জাহিদুল ইসলামের বাড়ি কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়নে।
সাভার : ঢাকার সাভারের আশুলিয়ায় গতকাল পুলিশ বহনকৃত একটি পিকআপ ভ্যানের সাথে রড বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন পুলিশ ভ্যানের চালকসহ তিন পুলিশ সদস্য। নিহত জসিম উদ্দিন (২৮) মাদারীপুর জেলার সদর থানার ব্রামনন্দী গ্রামের মোকছেদ চাপরাশির ছেলে। সে ২০১৭ সালে ১৩ জুন আশুলিয়া থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে যোগদান করেছিলেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ভোরে আশুলিয়ার মরাগাঙ এলাকায় টহল দায়িত্ব পালন শেষে পুলিশ ভ্যানযোগে আশুলিয়া থানার উদ্দেশ্যে ফিরছিলেন এএসআই জসিম উদ্দিন, পুলিশ সদস্য নিজাম, অনিক ও দুলাল। এসময় পুলিশের ভ্যানটি নরসিংহপুর এলাকায় রডবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি হয়।
পথচারীরা দ্র”ত তাদের উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দির বানিয়া পাড়া নামকস্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও ৩৮ জন আহত হয়েছে। জানা যায় কুমিল্লাগামী হোমনা এক্সপ্রেস বাসটিকে ঢাকা লক্ষীপুরের একটি যাত্রীবাহি বাস পেছনদিক থেকে ধাক্কা দিলে দুটি বাস রাস্তার দুই পাশে পরে দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় উপজেলার ডেকরিখোলা গ্রামের ১। সুজন চন্দ্র দাস (২০), ২। অজ্ঞাত ঘনাস্থলে নিহত হয় ও ৩৮ জন যাত্রী আহত হয়। গুর”তর আহত ২৩জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সিলেট : সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সিলেটের জকিগঞ্জ সড়কে অটোরিকশা ও মিনিবাসের (লাইটেস) মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অটোচালক ও আহত হয়েছেন এক যাত্রী। নিহত মো. সুমন আহমদ (২৫) অটোচালক। সুমন স্থানীয় গোলাপগঞ্জ উপজেলার বাঘা এখলাস নগরের আমির উদ্দিনের পুত্র। এ দুর্ঘটনায় আহত যাত্রী একই উপজেলার রণকেলী গ্রামের জাবেদ আহমদ (২৬)কে গুর”তর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবেদ আহমদ নম্বরবিহীন একটি অনটেস্ট সিএনজি অটোরিকশা নিয়ে বিয়ানীবাজার যাচ্ছিলেন। পাম্পের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মিনিবাসের (সিলেট চ ১১-০৪৮৩) সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সুমন নিহত হন। এদিকে, বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কটালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও ৩৫ জন আহত হয়।
সীতাকুন্ড : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে গতকাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদ ঢুকে যায়। ট্রাকের ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরিদুল ইসলাম (২৫) মারা যান।
নিহত ফরিদুল ইসলাম কক্সবাজারের চকরিয়ার রায়পুর স্টেশনস্থ মোজাহের মেম্বারের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারে শিক্ষার্থী।
মীরসরাই (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গত রোববার রাত সাড়ে ৮ টার সময় মীরসরাইয়ের বারইয়ারহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় এক জুবায়ের (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। বারইয়ারহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহমুদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটে মসজিদ গলির মুখ হয়ে সড়ক পারা হচ্ছিল। এসময় রামগড় গামী একটি ড্রাম ট্রাক ((চট্টমেট্টো, ট-২২-০৫৩৩) দ্র”ত গতিতে এসে ওই জুবায়ের চাপাদিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত জুবায়ের হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার আলী আরা গ্রামের আব্দুল হাই সওদাঘর বাড়ীর মৃত আবু মিয়ার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ