প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশাখী টিভিতে নতুন বছর থেকে শুরু হয়েছে শোবিজ মিডিয়ার তারকাদের জীবনীভিত্তিক অনুষ্ঠান ‘প্রিয়মুখ’। আজ সন্ধ্যা ৬.০০ টায় প্রচার হবে এ অনুষ্ঠানের ৭ম পর্ব। এ অনুষ্ঠানে কথা বলেছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। বলেছেন অজানা অনেক কথা, নিজের কণ্ঠে আঞ্চলিক গানও গাইলেন বহুদিন পর। শহিদুল ইসলাম সজীবের প্রযোজনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন দুলাল খান। মঞ্চনাটক দিয়ে ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ার শুরু হলেও চলচ্চিত্রে অভিষেক ১৯৭৭ সালে সুভাষ দত্তের ‘বসুন্ধরা’র মাধ্যমে। ১৯৮৬ সাল থেকে ১৯৯৫ সাল ছিল তার ক্যারিয়ারের স্বর্ণালি সময়। এ সময় তিনি দোর্দন্ড প্রতাপের সাথে অভিনয় করে খ্যাতির শীর্ষে আরোহন করেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় ৩০০ শতাধিক। জীবনের প্রথম চলচ্চিত্র ‘বসুন্ধরা’-তে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়ার কথা থাকলেও তা তিনি পাননি। নতুন মুখ বলেই তাকে এ পুষ্কার দেওয়া হয়নি। এ নিয়ে আক্ষেপের শেষ নেই ইলিয়াস কাঞ্চনের। পরবর্তীতে প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠনায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেন ১৯৮৬ সালে। চাষী নজরুল ইসলামের ‘শাস্তি’ চলচ্চিত্রে অভিনয় করেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান। তার ক্যারিয়ারে অন্যতম সংযোজন ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্র। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এর মতো রেকর্ড পরিমাণ ব্যবসা আর কোনো চলচ্চিত্রই করেনি। ইলিয়াস কাঞ্চনের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে- বসুন্ধরা, ডুমুরের ফুল, সুন্দরী, কলমী লতা, নালিশ, মোহনা, অভিযান, তিনকন্যা, পরিণীতা, দায়ী কে?, সহযাত্রী, ভেজা চোখ, আঁখি মিলন, শঙ্খমালা, রাঁধা কৃঞ্চ, সোহরাব রোস্তম,বদসুরত, নিরন্তর, শাস্তি অন্যতম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।