পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার বুড়িগঙ্গার তীরে তৃতীয় দফায় সপ্তম দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ঢাকা জেলা প্রশাসন। এ সময় ১১৮টি পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় তিন একর তীর ভূমি উদ্ধার করা হয়। গতকাল সকাল থেকে লোহারপুল সংলগ্ন শহীদনগর বালুঘাট ও কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় এ অভিযান চলে।
বিআইডব্লিউটিএএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানকালে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের জায়গায় নির্মিত দোতলা ভবন ৩টি, আধাপাকা ঘর ৩৮টি, টিনের ঘর ৩৫টি ও ৪২টি টং ঘর উচ্ছেদ করা হয়। এসব জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিল। উচ্ছেদের পর এ এলাকা দিয়ে ওয়াকওয়েসহ সরকারের মেগা পরিকল্পনা রয়েছে।
বিআইডব্লিউটিএএ সুত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। আজ বুধবার কামরাঙ্গীরচরের নবাবচর এলাকা থেকে বসিলা অভিমুখে বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান চালানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।