বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরে বিয়ারসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সদস্যরা।
আজ মঙ্গলবার ভোর রাত প্রায় সাড়ে ৩টার দিকে শহরের কালিবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-কিশোর কুমার রায় (২৩), রাকিব হাওলাদার (২২) ও কাজী বাপ্পী (২৪)। এ সময় তাদের কাছ থেকে পাঁচ ক্যান বিয়ার জব্দ করা হয়।
মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, আটক তিনজন দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে রাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।