নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিউজিল্যান্ডে বাংলাদেশ যখন ওয়ানডে সিরিজ খেলবে, তখন মুমিনুল হক সহ ৬ ক্রিকেটার ক্রাইস্টচার্চে থাকবেন টেস্টে প্রস্তুতির মধ্যে। এই সময়ে স্টিভ রোডস ওয়ানডে দল নিয়ে ব্যস্ত থাকায় তাদের দেখভাল করবেন রিজ মরগান। ১২ দিনের জন্য নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৩ থেকে ২০ ফেব্রæয়ারি পর্যন্ত নেপিয়ার, ক্রাইস্টচার্চ ও ডুনেডিনে চলবে ওয়ানডে সিরিজ। ২৮ ফেব্রæয়ারি হ্যামিলটনে হবে তিন টেস্টের প্রথমটি। তার আগেই ওয়ানডে দলে না থাকা টেস্ট দলের বাকিরাও চলে যাবেন নিউজিল্যান্ডে। মুমিনুল হক ও সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও খালেদ আহমেদ আছেন শুধু টেস্ট দলে। মুমিনুল ও সাদমান ওয়ানডের প্রস্তুতি ম্যাচের জন্য আগেভাগেই নিউজিল্যান্ড যাচ্ছেন। আর ১৫ ফেব্রæয়ারি পৌঁছাবেন বাকি চারজন।
কোচিং স্টাফের সবাই ওয়ানডেতে ব্যস্ত থাকায় এই ৬ জনের অনুশীলনে যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রধান কোচ স্টিভ রোডস এই সফরে বাড়তি একজন কোচের চাহিদাপত্র দিয়ে মরগানের নাম সুপারিশ করেছিলেন। বিসিবি তার চাহিদা পূরণ করে নিয়োগ দিয়েছেন এই সাবেক কিউই ক্রিকেটারকে। আগামী ১৬ থেকে ২৭ ফেব্রæয়ারি পর্যন্ত স্বল্পমেয়াদী কোচের ভূমিকায় থাকবেন মরগান।
মাত্র তিনটি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলা মরগানকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই টেস্ট দলের ক্রিকেটারদের আগেভাগে পাঠানো হচ্ছে। তাদের অনুশীলনে যেন কোনও ব্যাঘাত না ঘটে, সেজন্য স্বল্প মেয়াদে রিজ মরগানকে আমরা নিয়োগ দিয়েছি। ওয়ানডে চলার সময় তিনি ৬ ক্রিকেটারকে নিয়ে কাজ করবেন।’
টেস্ট স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মুমিনুল হক, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, আবু জায়েদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।