Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফর নিয়ে উদ্বিগ্ন মরগান নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ গত শুক্রবার গুলশানের আর্টিজেন রেস্টুরেন্টে জঙ্গীদের সন্ত্রাসী হামলায় ২০ বিদেশী নিহত হওয়ার ঘটনায় পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার কথা জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড ( ইসিবি) দু’দিন আগে। বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষন করে ইংল্যান্ডের ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের নির্দেশনার দিকে তাকিয়ে এখন সে দেশের ক্রিকেট বোর্ড। এদিকে গুলশানে এই সন্ত্রাসী হামলায় আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক মরগান। গতকাল ইংল্যান্ডের প্রভাবশালী ইংরেজী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছেন ইংল্যান্ড অধিনায়কÑ‘ এই মুহুর্তে বিষয়টি খুব উদ্বেগের। অন্য কোথাও,নিরপেক্ষ ভেন্যুতে সূচী হলে তা হবে যথার্থ।’ এ ব্যাপারে ইসিবি’র সিদ্ধান্তের দিকে তাকিয়ে মরগানÑ‘ কঠিন এই সিদ্ধান্তটির জন্য ইসিবি’র দিকে তাকিয়ে আছি। আশা করছি এ ব্যাপারে তারা রিপোর্ট লিখবে,সেখানে লোক পাঠিয়ে সেখানে কতোটা নিরাপদ তা দেখবে। তারপর ফিরে এসে খেলোয়াড়দের সাথে কথা বলে জানবে তারা খুশি,না অখুশি। এই মুহুর্তে বিষয়টি নিয়ে শংকিত আমরা।’
আইসিসি’র বার্ষিক সাধারন সভা শেষে ঢাকায় ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে ভরসার কথা জানিয়েছিলেন মিডিয়াকে। হাতে ৩ মাস সময় আছে বলে এই সময়ের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আশার কথা শুনিয়েছিলেন তিনি। প্যারিসে সন্ত্রাসী হামলার পর বিরুপ প্রভাব পড়েনি সে দেশের আন্তর্জাতিক খেলাধুলায়,তখন ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এতো আগে উদ্বিগ্ন নন তিনি। তবে দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাতকারে বিসিবি পরিচালক শেখ সোহেলও সময়ের হাতে ছেড়ে দিতে চানÑ‘ আমিও মানছি, পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক কঠিন। যদি ইংল্যান্ড আসতে না চায়,তাহলে আমাদের বলার কিছুই থাকবে না। তবে আশা করব,ইংল্যান্ড এ ধরনের কোন সিদ্ধান্ত নিবে না। হাতে এখনো যথেস্ট সময় আছে। তাই আমরা অপেক্ষা করছি।ভাল কিছুর দিকে তাকিয়ে আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ সফর নিয়ে উদ্বিগ্ন মরগান নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ