Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরগান-হেলস না আসায় হতাশ ফারব্রেস

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নিরাপত্তা শঙ্কার অজুহাতে বাংলাদেশ সফরে ওয়ানডে অধিনায়ক মরগান এবং ইনফর্ম ওপেনার অ্যালেক্স হেলস না আসায় এই দু’জনের সিদ্ধান্তে ভীষন ক্ষুদ্ধ ইসিবি পরিচালক এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্ট্রাউস। দলের সঙ্গে ঢাকা সফরে থাকা স্ট্রাউস ইংল্যান্ডের দৈনিক ডেইলি মেইলকে সেই ক্ষোভ এবং হতাশার কথা জানিয়েছেনÑ‘ পুরো দলকে একসঙ্গে পাইনি,সে কারনেই আমি হতাশ। গত এক বছরে মরগান এবং হেলস ইংল্যান্ডের হয়ে দারুন কিছু করেছে। অধিনায়ক হিসেবে মরগানের নুতন দর্শনে দারুন কিছু করেছেন। যখন আমরা ভারত সফরের জন্য দল নির্বাচন করব, তখন পুরো স্কোয়াডই নির্বাচিত হবে। দর্শনগতভাবে জোস বাটলার মরগানের প্রায় কাছাকাছি মানের।’ তবে ইংল্যান্ড ক্রিকেট দলের সহকারী কোচ পল ফারব্রাস মরগান এবং হেলসের তীব্র সমালোচনা করেছেন। দ্য সানকে দেয়া এক সাক্ষাাতকারে জানিয়েছেনÑ‘ এখানে আসবে না বলে তারা সিদ্ধান্ত নিয়ে ভীষন হতাশ করেছে। তাদের জায়গায় যারা এসেছে,তারা যদি মেধাবী কিছু করে,তাহলে হেলস,মরগানের দলে সরাসরি ফেরাটা কঠিন হয়ে যাবে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য দল নির্বাচনটা কঠিন হয়ে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরগান-হেলস না আসায় হতাশ ফারব্রেস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ