নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজেন রেস্টুরেন্টে সশস্ত্র জঙ্গি হামলায় ২০ বিদেশীর নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মরগান। প্রয়োজনে সফরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) ৩ সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি ৪ দিনের সফরে যে রিপোর্ট জমা দিয়েছেন, গত পরশু ইংল্যান্ডের প্রভাবশালী দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ তা করেছে প্রকাশ। ইসিবির প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসনের সেই রিপোর্টে বিমানবন্দর থেকে টিম হোটেল এবং টিম হোটেল থেকে ভেন্যুতে নিরাপত্তা নিয়ে শংকার কথা জানানো হয়েছে। যাত্রাপথের নিরাপত্তা নিয়ে রেগ ডিকসনের এই শংকায় আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে ফেলে দিয়েছে শংকায়। দ্য টেলিগ্রাফের ওই রিপোর্ট এতোটাই উৎকণ্ঠায় ফেলেছে বাংলাদেশকে যে, সেই উৎকণ্ঠা আরো বেড়ে গেছে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মরগানের কথায়। উপমহাদেশের দেশগুলোর বোর্ডের কথা অক্ষরে অক্ষরে পালন করে যেখানে বিদেশ সফর করছে ক্রিকেটাররা, সেখানে ইংল্যান্ড ক্রিকেটারদের বাংলাদেশ সফরকে সামনে রেখে ব্যক্তিগত মতামতটা পাচ্ছে গুরুত্ব, এমন আভাসই দিয়েছেন মরগান গতকাল ২টি সংবাদ মাধ্যমকে।
বাংলাদেশ ঘুরে যাওয়া ইসিবির তিন সদস্যের প্রতিনিধি দল (প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, প্রফেশনাল ক্রিকেটার্স এসোসিয়েশনের সিইও ডেভিড লেদারডেল, ইসিবির ক্রিকেট অপারেশন্স পরিচালক জন কার) আজ পৃথক পৃথকভাবে বসছেন ইংল্যান্ড ক্রিকেটারদের সঙ্গে। বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানাবেন ক্রিকেটারদের। ইসিবির নিরাপত্তা প্রতিনিধি দলের এই ব্রিফিংটি এতোটাই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে, এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে লিচাস্টারশায়ার থেকে লন্ডনের এই সভায় যোগ দিতে হচ্ছে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুককে। এই সভায় ক্রিকেটার কেউ যদি ব্যক্তিগতভাগে অনিচ্ছা প্রকাশ করেন, তাহলে তার মতামতকে গুরুত্ব দেয়া হবে বলে ক্রিকইনফোকে জানিয়েছেন মরগান-‘ বৃহস্পতিবার সন্ধায় নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন, পিসিএ প্রতিনিধি এবং ইসিবি’র জন কার ব্রিফিং দিবেন। তারা যেসব তথ্য সংগ্রহ করেছেন, সেগুলোই বলবেন। অ্যালিস্টার কুক ও এখানে আসবেন। দু’টি ( ভারত এবং বাংলাদেশ) সফরে তাদের পর্যক্ষেণে কি সব তথ্য আছে, তা বলবেন। এবং আমরা এ নিয়ে কথা বলব। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে।’
একদিন আগে সম্প্রতি বাংলাদেশের ঘুরে যাওয়া তিন সদস্যের প্রতিনিধি দল ইংল্যান্ডের ওয়ানডে দলকে বৃহস্পতিবার ব্রিফিং করবেন। এই দলের সদস্য ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, ইসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবেন। সেই ধারণাই দিয়েছেন মরগান ক্রিকইনফো প্রতিনিধিকে-‘সব সময়ই ব্যক্তিগত সিদ্ধান্তের সুযোগ থাকে। আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। ছেলের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন ভিন্ন দিককে গুরুত্ব দিতে পারে। এই বিষয়টি বুঝতে হবে।’ ব্যক্তিগতভাবে কেউ বাংলাদেশ সফরে যেতে না চাইলে, তাকে জোরাজুরি করা হবে না, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে আল কায়েদার নাইন ইলেভেন হামলার ঘটনায় ভীত সন্ত্রস্ত রবার্ট ক্রফট এবং অ্যান্ড্রু ক্যাডিক যে ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন, সেই অতীত দৃষ্টান্ত উল্লেখ করেছে ক্রিকইনফো।
ইংল্যান্ড ক্রিকেট দলের সহকারী কোচ পল ফারব্রাসও মরগানের সুরে কথা বলেছেন-‘ খেলোয়াড় এবং স্টাফের নিরাপত্তা প্রধান। তাই সেখানে যাব কি যাব না, সে সিদ্ধান্তটি অনেক বড় ব্যাপার।’
বিসিসি রেডিও ফাইভকে সরাসরি দেয়া সাক্ষাৎকারে মরগান বলেছেন-‘কাউকে একটি নির্দিষ্ট সফরে যাওয়ার জন্য চাপ দেয়া হবে না বলে মনে করছি আমি। একটা গ্রুপ হিসেবে আমাদের একত্রিত হওয়াটাই গুরুত্বপূর্ণ। জনগণকে জানাতে এবং বিশ্বাস করাতে চাই যে, আমরা আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। ইসিবি বছরজুড়ে আমাদের উপকারে সিদ্ধান্ত নিচ্ছে। এর আগে এমন ভয়ংকর পরিস্থিতির মুখে পড়িনি আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।