Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এশিয়ায় ৪২তম বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৫ পিএম

ফুটবল র‌্যাঙ্কিংয়ে এশিয়ায় ৪২তমস্থানে জায়গা হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার ফিফা নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করে, যেখানে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ফিফা র‌্যঙ্কিংয়ে আগের মতই ১৯২তমস্থানে আছে লাল-সবুজরা। ফিফার ২১১ সদস্যের মধ্যে বাংলাদেশের পেছনে আছে গোটা বিশেক দেশ। তবে এশিয়ায় তেমন নেই। এএফসির সদস্য ৪৬ দেশের মধ্যে বাংলাদেশ ৪২তম। এর পেছনে যারা আছে তাদের দু’টি দেশই দক্ষিণ এশিয়ার- পকিস্তান ও শ্রীলঙ্কা। পকিস্তান আছে ৪৫তম স্থানে ও শ্রীলঙ্কার অবস্থান ৪৬ নম্বরে। এশিয়ার র‌্যাঙ্কিংয়ে ভারত আছে ১৮তম স্থানে। বাংলাদেশের আগে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো হচ্ছে- ভুটান ৩৯, নেপাল ৩৩ ও মালদ্বীপ ৩০। কিছুদিন আগে দক্ষিণ এশিয়ায় থাকলেও এখনকার মধ্য এশিয়ায় দেশ আফগানিস্তানের অবস্থান এশিয়ায় ২৯ নম্বরে। বঙ্গবন্ধু গোল্ডকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। ফলে ফিফা র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তনও নেই। র‌্যাঙ্কিং বাড়াতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ ক’টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টা করছে। আগামী মাসে একটি ম্যাচ আছে কম্বোডিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে ৯ মার্চ কম্বোডিয়ার মাঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিফা

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ