পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে তৃতীয় দিনের মত গতকালও অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøওটিএ)। অভিযানকালে ছোট-বড় ২৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল সোয়া ৯টার দিকে কামরাঙ্গীরচরের লোহারপুল ও লালবাগের কামালবাগ এলাকায় এ অভিযান চলে।
বিআইডবিøওটিএর উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, অভিযানে দোতালা পাকা ভবন ৩টি, একতলা পাকা ভবন ৭টি, ২৩টি আধাপাকা ভবন ও ২৫৭টি টং ঘর উচ্ছেদ করা হয়। এ নিয়ে গত তিনদিনে ছোট-বড় ১ হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এই তিনদিনে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে সরকারী প্রতিষ্ঠানটি। এর আগের দুই দিনে ১০৭টি পাকা ভবন, আধাপাকা ১২১টি, স’মিল ৮০টি, কারখানা ৮টি এবং ৮৮৩টি টিনের ঘর ও টং ঘর উচ্ছেদ করা হয়। ১৯ ফেব্রæয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।