Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবারও ফিফার সভাপতি হচ্ছেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৯ পিএম

একমাত্র প্রার্থী হওয়ায় দ্বিতীয় মেয়াদে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো।
চলতি বছরের জুনে হতে যাওয়া নির্বাচনের জন্য একমাত্র ব্যক্তি হিসেবে আবেদনপত্র জমা দেন ৪৮ বছর বয়সী এই সুইস ফুটবল কর্মকর্তা।
সুইজারল্যান্ড ও টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রামন ভেগা সভাপতি পদে নির্বাচন করতে চেয়েছিলেন। তবে সেজন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারেননি তিনি। ফিফার সদস্য ২১১টি ফেডারেশনের কমপক্ষে ৫টির সমর্থন দরকার ছিল ৪৭ বছর বয়সী ভেগার।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রায় ১৮ বছর সভাপতির দায়িত্বে থাকা জেপ ব্লাটারের জায়গায় দায়িত্ব পান ইনফান্তিনো। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দেশের অংশগ্রহণের সিদ্ধান্ত প্রথম মেয়াদে তার নেওয়া অন্যতম বড় পদক্ষেপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিফা

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ