গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল বনানী কার্যালয় আসেন। তবে দো’তলায় নিজের রুমে বসতে পারেনি। সিঁড়ি বেয়ে উপরে উঠায় কষ্ট হবে সেজন্য তাকে উপরে উঠতে দেয়া হয়নি।
জানা যায়, সংরক্ষতি নারী আসনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পূর্বে আকস্মিকভাবে তিনি কার্যালয়ে আসেন। পার্টি অফিসের সামনে গাড়ী থেকে নেমে তিনি হেটেই কার্যালয়ে প্রবেশ করেন। এসময় কার্যালয়ে শীর্ষ কোন নেতা উপস্থিত ছিলেন না। তবে এরশাদকে দেখে আবগ তাড়িত হয়ে পড়েন পার্টির উপস্থিত নেতাকর্মীরা। এ সময় সংরক্ষতি আসনের প্রার্থীদের মধ্যে অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী এরশাদরে সঙ্গে শুভচ্ছো বিনিময় করেন। এরশাদ বনানী কার্যলয়ে ৪০ মিনিট অবস্থান করে বারীধারার দূতাবাস রোর্ডের ‘প্রেসিডেন্ট পার্ক’ বাসায় ফিরে যান।
দীর্ঘদিন পর নিজের অফিসে এসে এরশাদ উপস্থিত নেতাকর্মীদের কাছ থেকে পার্টির বর্তমান অবস্থার খোঁজখবর নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।