Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ২ ইউপি সদস্যসহ আটক ৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ তিন জুয়ারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের সূত্র ধরে উপজেলার মালিয়াটি গ্রামের নিয়ামত আলীর বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ২নং ওয়ার্ডের দরগাপাড়া গ্রামের ফজলুল হক (৫৭), ৩নং ওয়ার্ডের টংটংগিয়া গ্রামের শহিদুল ইসলাম (৫০) ও সাইফুল ইসলাম (৪৫) নামের আরেকজনকে আটক করে পুলিশ। ওই আসর থেকে খেলার তাস ও ১৩ হাজার ৩শ ৯৫টাকা উদ্ধার করা হয়। পরে আটকৃতদের গতকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবীর হোসেন বলেন, জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। আকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ