Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় পোশাক শ্রমিককে উঠিয়ে নিয়ে পায়ে গুলি

স্টাফ রিপোর্টার, সাভার থেকে | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম


আশুলিয়ায় জাহিদ (৩৬) নামের এক শ্রমিককে উঠিয়ে নিয়ে ডান পায়ে পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ শ্রমিকের ভাই বশির জানান, তার ভাই আশুলিয়ার জামগড়া এলাকার পলাশবাড়ি মহল্লায় উইলিয়াম সুয়েটার কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন জাহিদ। এসময় জামগড়া এলাকার হিরন গার্মেন্টেসের সামনে এসে পৌছালে দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলযোগে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যায়। পরে ছয় তলার এলাকার রুপায়নের মাঠে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা ওই শ্রমিকের ডান পায়ে গুলি করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলি

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ