Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতি ম্যাচে ভারত ও পাকিস্তানকে পেলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:২৩ পিএম

আসন্ন ৩০ মে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ২৪ থেকে ২৮ মে এর মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা প্রত্যেকটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান ও ভারতকে পেয়েছে বাংলাদেশ। ২৬ মে কার্ডিফে বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। আর ২৮ মে একই ভেন্যুতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
যেহেতু এগুলো অফিসিয়াল ম্যাচ নয়, তাই এই ম্যাচে দলগুলো তাদের স্কোয়াডে থাকা ১৫ জন সদস্যকেই খেলাতে পারবে।

প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি :
শুক্রবার, ২৪ মে :
পাকিস্তান-আফগানিস্তান (ব্রিস্টল)
শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা (কার্ডিফ)

শনিবার, ২৫ মে :
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (আগিয়াস বল)
ভারত-নিউজিল্যান্ড (দ্য ওভাল)

রোববার, ২৬ মে :
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ (ব্রিস্টল)
পাকিস্তান-বাংলাদেশ (কার্ডিফ)

সোমবার, ২৭ মে :
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা (আগিয়াস বল)
ইংল্যান্ড-আফগানিস্তান (দ্য ওভাল)

মঙ্গলবার, ২৮ মে :
ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড (ব্রিস্টল)
ভারত-বাংলাদেশ (কার্ডিফ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ