Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

স্টেজ শো ও নতুন গান নিয়ে ব্যস্ত লিজা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ প্রজন্মের সঙ্গীতশিল্পী লিজা। পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন। সম্প্রতি নকীব খানের সুর সঙ্গীতে নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটির কথা হচ্ছে ‘ওগো পূর্ণিমা চাঁদ, আকাশে তোমায় দেখি’। এরইমধ্যে গানটির রেকর্ডিং’এর কাজ সম্পন্ন হয়েছে বলে জানান লিজা। লিজা বলেন,‘ নকীব স্যারের কথা নতুন করে বলার কিছু নেই। স্যারের কাজ সম্পর্কে সবাই অবগত। আমার সৌভাগ্য যে স্যার আমার একটি কাজ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞ তার কাছে। গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শ্রোতা দর্শক গানটির মধ্যে ষাট/ সত্তর দশকের গানের ধাঁচ পাবেন। আমি খুব আশাবাদী এ গানটি নিয়ে।’ লিজা জানান, আগামী সপ্তাহে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ইচ্ছা আছে ভালোবাসা দিবসে গানটি প্রকাশ করার। তা নাহলে পরবর্তী কোন বিশেষ সময়ে গানটি প্রকাশ করবেন তার নিজের ইউটিউব চ্যানেলে ‘সানিয়া লিজা’য়। এরইমধ্যে লিজা রবিউল ইসলাম জীবনের কথায়, আকাশ সেন’র সুরে এবং সাজিদ সরকারের সঙ্গীতায়োজনে নতুন আরো একটি গানে কন্ঠ দিয়েছেন। এই গানটিরও মিউজিক ভিডিও নির্মাণের পর ভালোবাসা দিবসের পর প্রকাশ করা হবে। উল্লেখ্য, লিজার সর্বশেষ প্রকাশিত গান ছিলো ‘আসমানী’। এর কথা, সুর সঙ্গীত করেছিলেন শফিক তুহিন। সঙ্গীতায়োজন করেছিলেন রাফি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিজা

১১ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২
১০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ