Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে আটক ৫

রাজবাড়ী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় গত সোমবার রাতে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষিত কিশোরীকে চিকিৎসার জন্য গতকাল সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ধর্ষিত মেয়েটি বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হল রাজবাড়ী জেলা শহরের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার সুজন, আকাশ, আল-আমিন, ফজলু ও বাবু। অপর আসামি মোস্ত এখনও পলাতক রয়েছে।
এ ঘটনার পর রাজবাড়ী সদর হাসপাতালে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সদর হাসপাতালের ২য় তলায় মেয়েটি পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। তার আতœীয়-স্বজনরা ভয়ে ও লজ্জায় মুখ ঘুরিয়ে রেখেছেন। তবে মেয়েটির বাবা সঠিক বিচার দাবি করেছেন।
রাজবাড়ী সদর হাসপাতালে কর্তব্যরত সেবিকা সুমি আক্তার জানান, ভর্তি রেজিস্টার অনুযায়ী তাহার সিরিয়াল নং ৯৯/২ । চিকিৎসক জানিয়েছে, ৬ ঘন্টা পূর্বে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তার চিকিৎসা চলছে।

এদিকে সুর্যনগর মহাদেবপুর এলাকা ঘুরে জানা গেছে, এক দিনমজুরের স্কুল পড়–য়া মেয়েটি এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ওই মেয়েটির সাথে ড্রাই আইস ফ্যাক্টরী এলাকার রিকসা চালক সুজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সুজন বিবাহিত হওয়ায় মেয়েটি তার সাথে সম্পর্ক রাখতে রাজি না হলে সোমবার সন্ধ্যার একটু আগে রাজবাড়ী রেলগেট এলাকা থেকে মেয়েটিকে ফুসলিয়ে ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই বসে থাকা বখাটেরা জোর করে মেয়েটিকে ধর্ষন করে।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, পূর্ব সম্পর্কের সূত্র ধরে সোমবার আসামি সুজন ওই মেয়েটিকে শহরের ড্রাই-আইস ফ্যাক্টরি এলাকায় ডেকে নিয়ে আসে।
পরে আপরাপর বন্ধুরা মিলে মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় গতকাল রাজবাড়ী থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পলাতক মোস্তকে আটক অভিযান চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ