Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠে বসে বিপিএল ফাইনাল দেখবেন আইসিসি সভাপতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চরতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচে ভিআইপি দর্শক সারিতে দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে। আগামী ৭ ফেব্রæয়ারি বাংলাদেশে আসবেন তিনি। মাঠে বসে দেখবেন বিপিএলের ম্যাচ।
এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যালেক্স হেলসের মতো তারকারা এবারই প্রথম বিপিএলে খেলতে এসেছেন। ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, এভিন লুইসরা তো আগে থেকেই ছিলেন। এবার বিপিএলের পালকে যুক্ত হচ্ছে আরো একটি বড় নাম। তবে মাঠে নয়, গ্যালারিতে থাকবেন ক্রিকেটের সবচেয়ে বড় কর্তা।
বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রæয়ারি। বিপিএলের ফাইনাল ম্যাচটি উপভোগ করতেই আইসিসি চেয়ারম্যান বাংলাদেশে আসবেন বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল, ‘বিসিবি সভাপতি তাঁকে (শশাঙ্ক মনোহর) বিপিএলের ফাইনাল ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ৭ ফেব্রæয়ারি বাংলাদেশে আসবেন বিপিএলের ফাইনালের জন্য।’
আইসিসি চেয়ারম্যান মাঠে বসে বিপিএলের ফাইনাল ম্যাচ দেখাটাকে বাংলাদেশের প্রাপ্তি বলে মনে করেন শেখ সোহেল, ‘এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এতো বড় একজন শ্রদ্ধেয় ব্যক্তি আসছেন বিপিএলের ফাইনাল ম্যাচ দেখতে এর চেয়ে বড় চাওয়া আর কি আছে।’
তবে তার আগমন শুধু বিপিএলের ম্যাচ দেখায়ই সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজসহ ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বিসিবি সভাপতি ও আইসিসি চেয়ারম্যানের মধ্যে। শশাঙ্ক মনোহর দুই মেয়াদের বিসিসিআইয়ের সভাপতি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ