বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাইনে দাঁড়ানোর নামে ধাক্কাধাক্কি করে ছিনতাইকালে তিন নারীকে আটক করেছে স্থানীয় লোকজন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো, ব্রা²ণবাড়ীয়া জেলার নাসিরাবাদ উপজেলার ধরমন্ডল গ্রামের সুলতানা খাতুন (৩০) একই এলাকার চম্পা খাতুন (১৬) ও কিশোরগঞ্জ জেলার লাউড়া উপজেলার অষ্টগ্রামের হোসনে আরা বেগম (৩৫)। ভুক্তভোগী হালিমা খাতুন জানান, দুপুরে তিনি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য টিকেট নিতে লাইনে দাঁড়ান। লাইন বড় হওয়ায় তাঁর সামনে ও পিছনে থাকা অপরিচিত ৪ মহিলা তাকে ধাক্কা দিতে থাকে। এর একপর্যায়ে এক মহিলা তার গলা থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে দ্রæত পালিয়ে যায়। এসময় লাইনে থাকা অপর তিন মহিলাও দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চিৎকারে উপস্থিত লোকজন তাদের আটক করে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. মাকসুদা সুলতানা বলেন, রোববার হাসপাতালে রোগীদের ভিড় বেশি হয়। আর এই ভিড়কে কাজে লাগিয়ে কিছু সংঘবদ্ধ নারী ছিনতাইকারী প্রায় এমন ঘটনা ঘটাচ্ছে। এরআগেও কয়েকজন মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।