Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বস্তায় যুবকের ৬ টুকরা লাশ স্ত্রী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ১২:১১ এএম


গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামে ময়লার স্তূপে পড়ে থাকা বস্তার ভেতর থেকে রফিকুল শেখ নামে (৩০) এক যুবকের ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জীবন নাহার ও তার এক স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত যুবক ময়মনসিংহের ফুলপুর উপজেলার উলমাকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার হাউ আর ইউ কারখানার শ্রমিক। স্থানীয় আব্দুল হাইয়ের বাড়িতে স্ত্রীসহ ভাড়া থাকতেন। শুক্রবার সকালে অন্য এক ভাড়াটিয়া বাড়ির পেছনে রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ির বাজারের পাশে গিলারচালা এলাকায় একটি বাঁশঝাড়ে শুক্রবার সকালে রক্তমাখা বস্তা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ওই যুবকের লাশের টুকরো উদ্ধার করা হয়।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল বাহার বলেন, বাঁশঝাড়ে তার পাঁচ টুকরা লাশ বস্তায় ভরা ছিল। আর এর চারশ গজ দূরে এক পায়ের খন্ডিত অংশ পড়ে ছিল। পরে খন্ডিত অংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ