শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
একে বারে নাকের ডগায় একুশের বইমেলা। রক্তের মাস, ভাষার মাসে এমেলার উত্থান।বাংলা একাডেমি চত্বরে থেকে এর শিখড় ছড়াবে সোহরাওয়ার্দী উদ্যান অবদি।
অন্য সব বারের মত এবারও মেলায় বিপুল সংখ্যক স্টল, সেই সাথে আশঙ্কাও থাকবে অনলাইনের থাবা নিয়ে। কারণ মানুষ এখন বই বিমুখতায় আচ্ছন্ন। তার পরও বই বিক্রি হবে।
লেখক-প্রকাশক-পাঠক সমন্বয়ে মেলা পাখা বিস্তার করবে। মেলা উষ্ণ থাকবে শিশু-কিশের -যুবা-প্রবীণের মেল বন্ধনে।
এখন শিল্পী আঁকছে নতুন বইয়ের শাড়ি, ছাপা খানায় চলছে শব্দের মিছিল, চলছে প্রকাশ ও লেখকের হাক ডাক! নিরাপত্তা বলয় থাকবে রিংয়ের মত। খাবার বিপনী গুলোর বাড়তি উত্তাও তো থাকবেই। জমবে রক্তের মেলা, ভাষার মেলা এবার। তবে এখন আর হুমায়ুন আহমেদ নেই। তার বিকল্পও নেই। তার পুরনো বই কিনেই পাঠকরা দুধের স্বাদ ঘোলে মিটাবে আর কি!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।