Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে বিশেষ অভিযানে আটক ২২

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ জনকে আটক করেছে। গত শনিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান চলাকালে থানা পুলিশ ১ টি টেটা, ১টি রামদা, ৩ টি ছুরিসহ ৬৫ পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত পলাতক ১১ জন, ৯ জন মাদক ব্যবসায়ি ও ২ জন অন্যান্য আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সমষপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে অন্তর (২৪), শ্যামসিদ্ধি গ্রামের জাকির হোসেনের মেয়ে স্বপ্না (২৪), পশ্চিম দেউলভোগ গ্রামের মৃত মতলব বেপারির ছেলে কামাল (৩০), গাদিঘাট গ্রামের মৃত মরণ ফকিরের ছেলে শাহজাহান (৫৫), ছয়গাও গ্রামের মৃত বিল্লাল শেখের ছেলে রাজন (৩১), উত্তরগাঁও গ্রামের তরুন সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (৫৩), তন্তর গ্রামের মৃত সফি উদ্দিনের ছেলে শেখ কামাল (৩৫), হ্রারা গ্রামের মৃত সরু খানের ছেলে মনজু (৫৩), পানিয়া গ্রামের মান্ননের ছেলে শরিফ (৩৪), কবুতর খোলা গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ (৪০), উত্তর বালাসুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে টিটু (৪০) ওয়ারেন্টভ‚ক্ত আসামি।

এছাড়া ষোলঘর গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে এম ডি হোসেন (৪৫), পুর্ব হড়পাড়া গ্রামের রামচন্দ্র মন্ডলের ছেলে চয় চন্দ্র মন্ডল (৪৭), উত্তর রাঢ়ীখাল গ্রামের মৃত গোলাম নবীর ছেলে সানি (৪০), পাটাভোগ গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে টিংকু শেখ (৩৬) ও মনিন্দ্র মন্ডলের ছেলে তপন(২৭), পুর্ব বেজগাও গ্রামের মৃত আব্দুর রহমান শেখের ছেলে ইকবাল হোসেন (৩৮), দোগাছী গ্রামের মৃত আ. মান্নান মাদবরের ছেলে উজ্জল মাদবর (৩০), ভিম দাসের ছেলে কৃষ্ণ দাস (২৬), বিরতারা গ্রামের এমদাদের ছেলে ইব্রাহিম (২০) মাদক ব্যবসায়ীসহ অন্যান্য মামলায় ষোলঘর গ্রামের নয়ন ইসলামের ছেলে সায়মন (২৬), সুন্ধারদিয়া গ্রামের পরিমন সরকারের ছেলে মানিক সরকার (২৬ কে গ্রেফতার করে থানা পুলিশ।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী বলেন, ওয়ারেন্টভূক্ত গ্রেফতার আসামিদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এবং আটককৃত অন্যান্যদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ